ক্রমিক নং | সেবার নাম | প্রযোজ্য ফি | সেবা প্রদানকারী | সেবা পাবার সময়কাল |
০১ | অফিস আগত চাষীদের পরামর্শ প্রদান | প্রযোজ্য নয় | কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ | অফিস চলাকালীন সময়ে |
০২ | পুকুর/খামার পরিদর্শন পূর্বক পরামর্শ | প্রযোজ্য নয় | কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ | অফিস চলাকালীন সময়ে |
০৩ | মৎস্য খামার তৈরিতে কর্মপরিকল্পনা/ প্রকল্প প্রণয়ন | প্রযোজ্য নয় | কর্মকর্তা/কর্মচারীবৃন্দ | আবেদনের ০৭ দিনের মধ্যে পরিদর্শন পূর্বক প্রকল্প প্রস্ত্তত |
০৪ | মৎস্য ঋণ/উপকরণ প্রাপ্তিতে সহায়তা | প্রযোজ্য নয় | কর্মকর্তা/কর্মচারীবৃন্দ | আবেদনের ০৭ দিনের মধ্যে পyুরদর্শন পূর্বক সুপারিশ প্রণয়ন। |
০৫ | মৎস্য খামার রেজিষ্ট্রেশন | প্রযোজ্য নয় | উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য | আবেদনের ০৭ দিনের মধ্যে খামার পরিদর্শন পূবক |
০৬ | মৎস্য হ্যাচারী রেজিষ্ট্রেশন/লাইসেন্স | প্রযোজ্য | কর্মকর্তার মাধ্যমে জেলা মৎস্য কর্মকর্তা | আবেদনের ০৭ দিনের মধ্যে হ্যাচারী পুরদর্শন পূবক |
০৭ | মৎস্য ও পশু খাদ্য বিক্রেতাদের রেজিষ্ট্রেশন | প্রযোজ্য | উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জেলা মৎস্য কর্মকর্তা | আবেদনের ০৭ দিনের মধ্যে দোকান পরদর্শন পূর্বক |
০৮ | মৎস্য সংশিস্নষ্ট আইন | প্রযোজ্য নয় | কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ | সারা বছর ব্যাপী |
ভিষন
২০১৮-২০১৯ সালে মধ্যে হোমনা উপজেলা বর্তমান মাছের বাৎসরিক চাহিদা ৫৮২০ মে.টন এবং অর্জন হবে ৭৮৪১ মে.টন।
মিশন
১। উপজেলার সকল মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন।
২। উপজেলার সকল জলাশয় আধুনিক মাছ চাষের আওতায় আনা।
৩। মৎস্যচাষীদের গুনগতমান সম্পন্ন পোনা ও খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা।
৪। মৎস্য ঋণ সহায়তা জোড়দারকরন।
৫। মৎস্য আইন বাসত্মাবয়ন জোড়দারকরন।
শক্তি | দুর্বলতা |
সকল জনবল বিদ্যমান। কারিগরী জ্ঞানসম্পন্ন জনবল। অফিসে ১টি ল্যাপটপ কম্পিউটার রয়েছে। | খাস জলাশয়সমূহ মৎস্য দপ্তরের এখতিয়ার বহির্ভূত। ফলে কার্যক্রম বাসত্মবায়নে আমত্মবিভাগীয় সহায়তর সমন্বয়ে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হচ্ছে। উপজেলা পরিষদের পুকুর উপজেলা মৎস্য দপ্তরের এখতিয়ার বহির্ভুত। ইউনিয়ন পর্যায়ে জনবল নেই। |
১টি মোটরসাইকেল বিদ্যামন | কর্মকর্তা ও কর্মচারীদের বসার জন্য পর্যাপ্ত সংখ্যক উপযুক্ত কÿবরাদ্দ নেই। রোগজীবানু সনাক্তকরণের জন্য পানি পরীÿার জন্য কোন মিনি ল্যাবরেটরী নেই। দরিদ্র, বেকাল মৎস্যচাষীদের উপকরণ সহায়তা বা অনুদান প্রদানের সুযোগ নেই। |
সম্ভাবনা | হুমকি |
উপজেলায় মাছ চাষ উপযোগী সরকারি ও বেসরকারী মোট ৮৯১টি পুকুর রয়েছে যার আয়তন ৩৫৩.০৪ হেক্টর। | মৎস্য খাদ্যের উচ্চ মুল্য মাছের বাজারদর হ্রাস পাওয়া। দীর্ঘসময় সংরÿণের সুযোগ নেই। যথাসময়ে পদোন্নতির সুযোগ না থাকা। জলাশয়ে বহু মালিকানা। আমত্মঃপ্রজনন (Inbreeding Problem) সমস্যা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS